মস্কোয় শীর্ষ রুশ সামরিক কর্মকর্তা নিহত
- By Jamini Roy --
- 18 December, 2024
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাশিয়ার রাজধানী মস্কোয় একটি ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছেন শীর্ষস্থানীয় রুশ সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ। স্কুটারে লুকানো বোমা বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি এবং তার এক সহযোগী।
কিরিলভ ছিলেন রাশিয়ার নিউক্লিয়ার, বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রোটেকশন ট্রুপস বাহিনীর প্রধান। রুশ তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটির তথ্য অনুযায়ী, বিস্ফোরণটি স্কুটারে রাখা বোমায় ঘটানো হয়, যার বিস্ফোরক পরিমাণ ২০১০ সালের মস্কোর মেট্রো আত্মঘাতী হামলায় ব্যবহৃত বিস্ফোরকের সমান।
ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ) এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। কিয়েভের কর্মকর্তারা দাবি করেছেন, কিরিলভ ইউক্রেন যুদ্ধে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। এসবিইউর মতে, এটি তাদের একটি ‘বিশেষ অভিযান’ ছিল। ২০২২ সালের মে মাসে যুক্তরাষ্ট্র কিরিলভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা কিরিলভকে ‘রাশিয়ার জন্য নির্ভীক যোদ্ধা’ হিসেবে অভিহিত করেছেন। রুশ পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান আন্দ্রেই কারতাপোলভ তাকে ‘সম্মানিত রুশ জেনারেল’ বলে উল্লেখ করেছেন।
কিরিলভের মৃত্যু রাশিয়ার সামরিক মহলে বিশাল শূন্যতা সৃষ্টি করেছে। রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষের ডেপুটি স্পিকার কনস্তানতিন কোসাচেভ দাবি করেছেন, কিরিলভ যুদ্ধক্ষেত্রের বাইরে নিহত সর্বোচ্চ পদমর্যাদার রুশ সামরিক কর্মকর্তা। তার মৃত্যু আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রাশিয়া-ইউক্রেন সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির একটি জটিল চিত্র তুলে ধরেছে।